সুজানগরে নিখোঁজ ৬ বছরের শিশুর মরদেহ মিলল নানা বাড়ির বাথরুমের পাশে

এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে নিখোঁজের ১৬ ঘন্টা পর নাফিয়া জাফরিন মুসকান(০৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানাযায়,সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অর্ন্তগত রানীনগর ইউনিয়নের ব্রি-মালি গ্রামের মো.নাজমুল হাসানের একমাত্র সন্তান নাফিয়া জাফরিন মুসকান তার মায়ের সাথে গত ১১ ডিসেম্বর তার নানা আব্দুস সালাম শেখের বাড়ি একই ইউনিয়নের সারিরভিটা গ্রামে বেড়াতে যায়। রোববার(১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হঠাৎ করেই নাফিয়া জাফরিন মুসকানের কোনো খোঁজ পাচ্ছিলেন না তার মাসহ স্বজনেরা। পরে সোমবার ভোর রাতের দিকে নাফিয়ার মামা বাবু শেখ বাথরুমে যাবার পথে বাথরুম সংলগ্ন টিউবয়েলের পাশে নাফিয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের স্বজনদের অভিযোগ শিশু নাফিয়া জাফরিন মুসকানকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে নাফিয়া জাফরিন মুসকানের পিতা নাজমুল হাসান থানায় একটি মামলা দায়ের করেছেন। পাবনা সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) মো.রবিউল ইসলাম সোমবার রাতে জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা শিশু নাফিয়া জাফরিন মুসকানকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করা করা হতে পারে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য নাফিয়া জাফরিন মুসকানের পিতা নাজমুল হাসান মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ঢাকায় চাকুরী করেন। এবং পরিবার নিয়ে ঢাকাতেই বসবাস করতেন। ছুটি নিয়ে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসেছিলেন। নাফিয়া জাফরিন মুসকান ঢাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল। এদিকে একমাত্র সন্তান নাফিয়া জাফরিন মুসকানকে হারিয়ে শোকে স্তব্ধ মা-বাবা।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *