December 23, 2024, 3:00 am
(রিপন ওঝা,খাগড়াছড়ি)
খাগড়াছড়ি ২৯৮ সংসদীয় আসনে আজ ১৮ ডিসেম্বর সোমবার সকালে বৈধ প্রার্থীগণ আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নির্বাচনী প্রতীক বরাদ্ধ পেয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান সকল প্রার্থীদের প্রতীক বরাদ্ধের বিষয়টি প্রকাশ করেন।
নির্বাচন কালীন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান নিকট হতে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি “নৌকা” প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা “লাঙ্গল” তৃণমুল বিএনপির প্রার্থী সাবেক গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা সোনালি “আঁশ” ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ মোস্তফা “আম” প্রতীক গ্রহণ করেন।
প্রতীক বরাদ্ধের সময় রিটার্নিং কর্মকর্তা সকল প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান। নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ম কানুন মেনেই আগামীকাল হতে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলায়ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ সংসদীয় আসনের এমপি পদপ্রার্থীগণ প্রচারণার কাজ শুরু করার কথা রয়েছে।
আগামী ৭জানুয়ারি২০২৪ সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি জেলার সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুরুষ ভোটারঃ ২,৬২,০৬১জন, মহিলা ভোটারঃ ২,৫৩,২৮৫ জন, মোট ভোটারঃ ৫,১৫,৩৪৬ জন।
উল্লেখ যে, খাগড়াছড়ি ২৯৮সংসদীয় আসনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা ও কংগ্রেস পাটির প্রার্থী মোঃ হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাছাইয়ের দিন বাতিল হয়। অপরদিকে জাকের পার্টির মোঃ হোসেন মনোয়নপত্র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে প্রত্যাহার করেন।
এসময়ে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, গনতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা নৌকার মাঝি হিসেবে বাছাই করেছেন। তাই জেলা আওয়ামী লীগ ও সকল উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের ঐক্যবদ্ধ থেকে নৌকার জয়লাভে বাংলাদেশ আওয়ামী লীগ ও সভাপতি মাননীয় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে সবার প্রতি শ্রদ্ধাশীল আহ্বান জানাচ্ছি। তাই খাগড়াছড়ি জেলার সকল উপজেলার সকল ইউনিয়নের সকল ওয়ার্ডের সকল গ্রামের আপামর জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ভোগ করছে, কৃষকের মাঝে কৃষি ভূর্তকি গ্রহণ করছে, স্বাস্থ্যসেবা গ্রহণ করছে, সড়ক ও জনপথের উন্নয়ন ভোগ করছে, বছরে নতুন বই পাওয়ার আনন্দ উপভোগ করছে, সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, গরীব অসহায় প্রান্তিক জনগোষ্ঠী মাথাগোজার ঠাই বাসস্থান বা ঘর পেয়েছে, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, উপবৃত্তি যারাই পেয়েছেন বিশ্বাস করি সেই জনগণ ভোটকেন্দ্রে এসে নৌকার প্রতি অটুট সমর্থন রাখবে।