কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীক, আনন্দ মিছিল মহালছড়িতে

(রিপন ওঝা,মহালছড়ি)

জেলার মহালছড়িতে আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ১৮ডিসেম্বর ২৩ সোমবার সন্ধ্যা ৫.৩০ঘটিকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদীয় বাছাই কমিটি কর্তৃক ঘোষিত ২৯৮নং আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ৩য় বারের মতো শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীক পেয়েছেন।

মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

উক্ত আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, সসহভাপতি নন্দন দে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দীপন ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলা দে, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ ও সাধারণ সম্পাদক রিপন ওঝা, শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারাধন বণিক, আওয়ামী যুবলীগ সভাপতি কাজল দাশ ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজীব,বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বাবলু চৌধুরী, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনন শীল ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন পর্যায় হতে আগত সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ৭জানুয়ারি২০২৪ সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ি জেলার সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুরুষ ভোটারঃ ২,৬২,০৬১জন, মহিলা ভোটারঃ ২,৫৩,২৮৫ জন, মোট ভোটারঃ ৫,১৫,৩৪৬ জন।

নৌকার মাঝি শ্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা আগামীকাল ১৯ডিসেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন হতে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুভারম্ভ করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *