যশোরের আব্দুল আলীম বাঁচতে চায়

আজিজুল ইসলামঃ আব্দুল আলীম। বয়স ৫৫ হবে। গত বৈশাখ মাসে পাট নিংড়ানোর সময় হটাৎ মাজায় ব্যাথা লাগে। প্রথমে গুরুত্ব না দিলেও আস্তে আস্তে ব্যাথা মারাত্মক আকার ধারন করে। গত ৬ মাস ধরে একটানা চিকিৎসা করেও কোনো উপকার হয়নি। চিকিৎসক বলেছেন, মেরুদন্ডের হাড় খয়ে সেখানে মাংসপিণ্ড জমাট বেঁধেছে। শিরা উপশিরা গুলি রক্ত সঞ্চালনে ব্যার্থ। একারনে অপারেশন জরুরী। খরচ পড়বে ৩ লাখ টাকা। আব্দুল আলীমের বাড়ী যশোর জেলার শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে। তিনি দীনমজুরের কাজ করে সংসার চালান। স্ত্রী মেহেরুন্নেছা ও ১২ বছরের একটি ছেলে নিয়ে তার সংসার। তার কিছু হয়ে গেলে ছেলেটির ভবিষ্যত কি? এই চিন্তায় আলীম দিশেহারা। গ্রামের সহজ সরল মানুষ সে। স্বামী স্ত্রী সন্তান মিলে ডাক্তারের পায়ে ধরেছিলো আলীম ও তার পরিবার। বলেছিলো একটা ব্যবস্থা করেন। ডাক্তারের মন গলেনি। টাকা লাগবে টাকা। তিন লাখ। মাজায় বেল্ট পরে ও দু’পাশে ইট ঝুলিয়ে এখন দিন কাটছে আলীমের। তার ওপর দুর্বিষহ যন্ত্রনা। এযেনো নরক বাস। সকলে মিলে এই গরীব মানুষটার দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। তার পরিবারটিকে একটু দয়া করুন। পাশাপাশি পোষ্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনার দশ, বিশটি টাকা ও একটি শেয়ার একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। আব্দুল আলীমের বিকাশ নম্বর +8801320-651593. এই নম্বরে যে যা পারেন সাহায্য পাঠান। পরিবারটির পক্ষ থেকে আপনাদের প্রতি রইলো শুভকামনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *