।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে সারা দেশের মত রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়জুদ্দীন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ হাসান, সাবেক মুক্তিযোগা কমান্ডার অশোক কুমার চৌধুরী প্রমূখ। গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ,ভিডিপি, স্কাউটস, আনসার বাহনী তাদের কুজকাওয়াজ ও ডিসপ্লে উপস্থাপন করেন।
এখানে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়জুদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মইনুল ইসলাম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ প্রমূখ।
সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, সুফিয়া খাতুন মিলি।
বক্তব্য রাখেন, গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন, বীর মুক্তিযোদা আবু হানিফ, বীব মুক্তিযোদ্ধা অশৌক কুমার চৌধুরী, মনিউর রহমান মন্টু প্রমূখ।
বক্তাগণ বলেন, বীর মুক্তিযোদ্ধার বাঙালী জাতির সূর্যসন্তান। তাদের অবদান আমাদের ভূলবার নয়। তাদের বীরত্ব ও সংগ্রামের ফলেই আমরা স্বাধীনতা পেয়ে আজ ভালো ও সুখে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার লালিত স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে চলেছেন। জাতির পিতা শেখ মুজিব আমাদের সংগ্রাম করা শিখিয়েছেন। আগামী দিনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় করেন।
এদিকে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুলতানগজ্ঞ উচ্চ বিদ্যালয়, শাহ্ সুলতান ( রহ.) কামিল মাদ্রসা, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়, গোগ্রাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজ, গোদাগাড়ী সরকারী কলেজ, রাজাবাড়ী ডিগ্রী কলেজ, কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়, গোগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করে বলে জানা গেছে।
এছাড়াও জাতীর শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসানালয়ে মোনাতাজ ও প্রার্থনা করা হয়, বিভিন্ন ইয়াতিম খানায় উন্নত খাবার পরিবেশন করা হয়। বিকেলে প্রতি ফুটবল খেলা, পুরস্তার বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
মোঃ হায়দার আলী
রাজশাহী।

Leave a Reply