মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
শীতের সকালে কুয়াশার চাদর ভেদ করে লাল পাহাড় থেকে বের হয় একটি সাইকেল শোভাযাত্রা। বাংলাদেশের ৫২ তম বিজয় দিবস উপলক্ষে লাখো শহীদের স্মরণে টিম কোটবাড়ির উদ্যোগে ” বিজয় রাইড ” নামে এই সাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। সকাল ৮ টায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এই মনোরম শোভাযাত্রা।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জনাব ড. তারিকুল ইসলাম চৌধুরী স্যার। শোভাযাত্রার শুভ উদ্ভোদন করেন।এ সময় তিনি বলেন- এ শোভাযাত্রার মাধ্যমে তরুণদের মধ্যে আরো স্বদেশ প্রীতি তৈরি হবে।দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় আরো সুদৃঢ় হবে।
এতে আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দীপক কুমার দাশ। তিনি জানান- তরুণদের এ আয়োজন নি:সন্দেহে প্রশংসনীয়। তাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তা নিশ্চিতে আমরা কাজ করেছি।
এ শুভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক পরিক্রম করে নানুয়ার দিঘির পাড়ে এসে শেষ হয়। ২০০ এর অধিক কিশোর – তরুণ সাইক্লিস্ট এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ-সময় সকল সাইক্লিস্ট বাংলাদেশের পতাকার আদলে তৈরি জার্সি পরিধান করেন এবং সাইকেলে বিজয় রাইডের প্লে কার্ড ও জাতীয় পতাকা বহন করেন৷ এতে শোভাযাত্রা টি বর্নিল হয়ে উঠে। বিজয় দিবসের আনন্দ ও ” বাংলাদেশ, বাংলাদেশ ” স্লোগানে চারপাশ মুখরিত হয়ে উঠে।
“টিম কোটবাড়ি” একটি ক্রীড়া সংগঠন। টিম কোটবাড়ি থেকে নিয়মিত রানিং ও সাইক্লিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য সচেতনতা, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে টিম কোটবাড়ি তরুণ প্রজন্মেকে নিয়ে এই স্পোর্টস একটিভিটি গুলো পরিচালনা করছে। টিম কোটবাড়ির এডমিন মেহেদী হাসান মজুমদার প্রতি বছর এমন শোভাযাত্রা আয়োজনের আশা ব্যাক্ত করেন।
Leave a Reply