নুরুল ইসলাম( টুকু)
সদর উপজেলা, প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সনাতন ছাত্র যুব পরিষদ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার সময় খাগড়াছড়ি সদর উপজেলার রুপনগর এলাকায় সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয় ।
এতে সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পায়েল দাশ এর সঞ্চালনায় ও কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও সনাতন ছাত্র যুব পরিষদের উপদেষ্টা নির্মলেন্দু চৌধুরী।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ শানে আলম, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব,বাংলাদেশ পূজা উদযাপন কমিটি খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য।অনুষ্ঠান এর শুরুতে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা।
এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা স্বপন চন্দ্র দেবনাথ, সমাজ কল্যাণ পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তমাল দাশ লিটন,সহ সভাপতি শেখর সেন।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন চৌধুরী,স্থায়ী কমিটির সদস্য ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ।
Leave a Reply