সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ “উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে,দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” স্লোগানে পাবনার সুজানগরে মানববন্ধন ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে ও সুজানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম এ আলিম রিপনের স ালনায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.সাইফুল ইসলাম। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল হাই, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আছলাম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বোনকোলা কলেজের সহকারী অধ্যাপক জাফরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুস সালাম শেখ, আবুল হাশেম, শম্পা খাতুন,আওলিমা খাতুন, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এম মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ, রফিকুল ইসলাম তুষার,সুমি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দুর্নীতি কমিয়ে আনতে সবাইকে স্ব-স্ব স্থানে থেকে সচেতন হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নিজের বিবেককে জাগ্রত করে পরিবার থেকে শুদ্ধাচার কৌশলের চর্চা করতে হবে।
এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি ।

Leave a Reply