গোদাগাড়ী শিক্ষক সমিতির সভাপতি রেদওয়ান সাধারণ সম্পাদক হায়দার নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বাংলাদেশ শিক্ষক সমিতি গোদাগাড়ী উপজেলা শাখার ত্রি- কমিটির সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রেদওয়ান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হায়দার আলী। শনিবার সকাল ১০ টার সময় উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কমিটির সভার সভাপতি এম.এন রেদওয়ান ফেরদৌস এর সভাপতিত্বে সভার প্রথম পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিজয়ের মাস, নতুন কারিকুলাম ও মূল্যায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ গ্রহন করেন সধারণ সম্পাদক, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, সহঃ সাধারন সম্পাদক, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, গোগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, গোগ্রাম স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল বারী, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, প্রধান শিক্ষক কামরুজ্জামান প্রমূখ। সভাপতির বক্তব্যে এম.এন রেদওয়ান ফেরদোস বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।

দ্বিতীয় পর্বে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার চর আষাড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসগর আলী নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। তিনি আগামী ৩ বছরের জন্য সভাপতি হিসেবে চয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএন রেদওয়ান ফেরদোস, সধারন সম্পাদক হিসেবে মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে বিশ্বনাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলামের নাম ঘোষনা করেন। এ নির্বাচিত তিন জনকে আগামী ১৫ দিনের মধ্যে বসে আলোচনা সাপেক্ষে পূনাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে আমরা শিক্ষক সমিতি করে আসছি, শিক্ষকদের বিভিন্ন সমস্যার সমাধান, সুখে দুঃখে আমরা এক সাথে আছি, গোদাগাড়ীর সবচেয়ে বড় এবং শক্তিশালী শিক্ষক সংগঠন, নবগঠিত কমিটির গতিশীল নেতৃত্বে আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করবেন বলে আশা প্রকাশ করি।

বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, দীর্ঘ দিন থেকে সমিতির দায়িত্ব পালন করেছি, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে, আমার যদি কোন ভুল হয়ে থাকে তবে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। গঠিত নতুন কমিটির গতিশীল নেতৃত্বে সমিতির কার্যক্রমে আরও ভাল হবে। আমার কাছে কোন সময় সমিতির কাজের জন্য সহযৌগিতা চাইলে তা দিতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী বক্তব্যে বলেন, শিক্ষক সমিতির সকল শিক্ষক, কর্মচারীদের কাজে যেন সহযৌগিতা করতে পারি, তাদের নায্যদাবী দাওয়া পূরণ করতে পারি এ দুয়া কামনা করি। আগামীতে সকলকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *