বিরামপুরে রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায়’ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা খাতুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা মৎস‍্য কর্মকর্তা কাওসার হোসেন, মহিলা কলেজের অধ‍্যক্ষ মেসবাউল হক, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি শিবেশ কুন্ডু, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক প্রমুখ।

আয়োজিত অনুষ্ঠানে বেগম রোকেয়ার মতো নারীদের সমাজিক বিভিন্ন অসংগতি, নারী শিক্ষায় উৎসাহীত করে নারীদের উন্নয়ন ও নারী অধিকার বাস্তবায়নে ভুমিকা রাখায় শ্রেষ্ঠ জয়িতা হিসেবে রোজি বেগম, তেরেজা টপ‍্য, মনিরা খাতুন, সারা মারডী ও তহমিনা বেগম এর হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে পৌর শহরের জোলাগাড়ি কুঠির শিল্প মহিলা সমিতিকে ৪০ হাজার ও নতুন বাজার কর্মমুখী মহিলা সমিতিকে ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী উদ‍্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *