মালদ্বীপে অনিবন্ধিত অভিবাসী কর্মীদের জন্য দুঃসংবাদ

মোঃ আবদুল্লাহ কাদের মালদ্বীপ থেকে ঃ-

মালদ্বীপের ইমিগ্রেশন মালদ্বীপে অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করার পরিকল্পনা ঘোষণা করেছে, সূত্র মালদ্বীপ ইমিগ্রেশন।
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর এক বিবৃতিতে ইমিগ্রেশন জানিয়েছে, অভিযানে তারা অনিয়মিত প্রবাসী কর্মীদের অবৈধ তথ্য যাচাই-বাছাই এর পরিদর্শন চালাবে। ইমিগ্রেশন আরও জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অনিবন্ধিত অভিবাসীদের নিয়মিত করাই এই অভিযানের উদ্দেশ্য।

উল্লেখ্য সংস্থাটি বলেছে, “এই অভিযানের আরেকটি উদ্দেশ্য হ’ল নিয়োগকর্তা, সরকারী প্রতিষ্ঠান, বিদেশী দূতাবাস, সাধারণ জনগণ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সহযোগিতায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এবং যারা অভিবাসন আইনের সততা ক্ষুণ্ন করবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
তবে অনিয়মিত অভিবাসী বাংলাদেশী কর্মীদের মধ্যে মালদ্বীপে বিপুল সংখ্যক অনিবন্ধিত অভিবাসী রয়েছে, যাদের অনেকেই এখনো অনিবন্ধিত রয়েছে।

এই বিষয়ে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মিশনের কাউন্সিল শ্রম সোহেল পারভেজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি মালদ্বীপে আনডকুমেন্টেড কর্মীদের দ্রুত বৈধ হওয়ার জন্য অনুরোধ করেন ।তিনি আরও বলেন দালাল ধরে বৈধ হওয়ার চেষ্টা যেনো প্রবাসীরা না করে। যেখানে কাজ করে সেখানেই বৈধ হওয়ার চেষ্টা করতে। কারণ দালাল ধরে করলে অনেক সমস্যা হতে পারে উদাহরণ হিসেবে তিনি বলেন আমরা ইদানীং শুনতে পেরেছি যারা দালাল ধরে বৈধ হয়েছে তারা দেশে গেলে ভিসা বাতিল করে দিচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *