নুরুল ইসলাম টুকু , খাগড়াছড়ি সদর উপজেলা প্রতিনিধি।
খাগড়াছড়ি পার্বত্য জেলায় সনাতন ছাত্র-যুব পরিষদ এর উদ্যোগে গীতা শিক্ষার বার্ষিক মূল্যায়ন পরিক্ষা চলাকালিন পরিদর্শন আসেন সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য্য,সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা,
আজ শুক্রবার ( ০৮ ডিসেম্বর ) সকাল আরামবাগ পৌর আদর্শ বিদ্যালয়ে পরিক্ষা অনুষ্টিত হয়। এতে পৌর এলাকার, স্বর্নিভর এলাকার হরি মন্দির, শালবাগার কালী মন্দির, শান্তি নগর গীতা আশ্রম ও বাজার এলাকর শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের সহ মোট ২৮০ জন গীতা শিক্ষার ছাত্র – ছাত্রী অংশ গ্রহন করেন।
অভিভাবরা জানান: গীতা শিক্ষার এই বার্ষিক মূল্যায়ন এর এই উদ্যোগটিতে আমরা খুব খুশি।আমরাও চাই আমাদের ছেলে মেয়েরা যে যত টুকু শিখেছে এক বছরে এটার একটা মূল্যায়ন হোক।এর ফলে তাদের মধ্যে একটা শেখার আগ্রহ ও উৎসাহ তৈরি হবে। এবং কে কতটুকু শিখছে সেটা আমরা বুঝতে পারবো।
সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা বলেন গীতা সনাতনী সমাজের দলিল স্বরূপ, যার মাধ্যমে এই সম্প্রদায় পরিচালিত হতে পারে। গীতা কেবলমাত্র ধর্মগ্রন্থ নয়, এটি সর্বশাস্ত্রময়ী উদার মানবতার জয়গানে মুখরিত মানববিজ্ঞান।
তিনি আরও বলেন, একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধর্ম শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই ভবিষ্যৎ প্রজন্মকে স্ব-স্ব ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সমাজে শিষ্টাচার বজায় রাখতে হবে।নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মানুশীলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় গীতার আদর্শ অনুসরণের বিকল্প নেই।
এই সময় আরও উপস্থিত ছিলেন ধর্মীয় লেখক চিন্তরঞ্জন দেব,উপদেষ্টা শ্রীকান্ত দত্ত,পরিমল ধর,সদর কমিটির সভাপতি নয়ন আচার্য্য,সাধারণ সম্পাদক তুষার আচার্য্য,সহ সাধারণ সম্পাদক বাবলু সেন, তথ্য ও গবেষনা সম্পাদক রাহুল দে। জেলা গীতা শিক্ষা পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক পনব দে প্রমুখ।

Leave a Reply