সকলকে কাঁদিয়ে চলে গেলেন সরিকলের নুরে আলম

কে এম সোহেব জুয়েল ::গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের উত্তর সরিকল গ্রামের সরিকল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: জানেআলমের বড় ভাই নুর আলম রাড়ি ৫৮ গত ২৮ নভেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তার স্বজনরা ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

দীর্ঘ নয় দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে গতকাল রাত দুইটায় সকলের মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চীর বিদায় নেয় নুরে আলম। মৃত্যু কালে স্ত্রী ও অসংখ্য আত্বিয় স্বজন রেখে গেছেন তিনি

আজ বাদ আছর নিজ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবস্হানে দাফন করা হয় তাকে। এ সময় উপস্থিত ছিলেন, সরিকল ইউনিয়ন চেয়ারম্যান মো: ফারুখ হোসেন মোল্লা থানা ছাত্রলীগের সভাপতি মো: জুবায়ের ইসলাম সান্টু, সরিকল ইউনিয়ন আলীগের সভাপতি ও মো: মেজবাহ উদ্দিন আকন, ইউনিয়ন আ-লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা। ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আজিজুল হক হাওলাদার প্রমুখ। এ ছারাও আ-লীগের অংগ সংগঠনের বিভিন্ন নেতা কর্মি উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *