আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) আওয়ামী লীগের কর্মীসভা আয়োজন করা হয়েছে। এদিকে নেতা ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মীসভা জনসভায রুপান্তরিত হয়।
জানা গেছে,৫ ডিসেম্বর মঙ্গলবার ইউপির হাপানিয়া স্কুল মাঠে ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও ইউপি আওয়ামী লীগ সম্পাদক রবিউল ইসলাম মাস্টারপ্রমুখ।
কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তাগণ বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই। তারা বলেন, আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে প্রতিটি ভোটারের দোরগোড়ায় গিয়ে ভোট প্রার্থনা করতে হবে এবং মনে রাখতে হবে নৌকা যার আমরা তার, নৌকা যার আওয়ামী লীগের ভোট তার। আগাতিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে আমাদের সবাইকে ভোট যুদ্ধে ঝাপিয়ে পড়ে নৌকার নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হবে।#
তানোরে আওয়ামী লীগের কর্মীসভা

Leave a Reply