বরগুনায় আমতলীতে ২ ডাকাত সদস্য গ্রে*ফতার

মংচিন থান তালতলী প্রতিনিধি।।
বরগুনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে দেশীয় অস্ত্র ও ডাকাতির ব্যবহৃত গাড়িসহ গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আমতলী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.কে. এম রুহুল আমিন।

পুলিশ বলেন, গত সোমবার রাত ১টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার বাবলাতলা বাজারের মাছের আড়ৎ থেকে ৯টি ককসেট ভর্তি একটি পিকআপ ভ্যানে বিভিন্ন প্রজাতির প্রায় দুই লাখ টাকার ৫০০ কেজি মাছ বরিশালের উদ্দেশে রওয়ানার পথে আমতলী উপজেলার মহিষকাটা বাজারের ২০০ গজ উত্তর দিকে কুয়াকাটা- ঢাকাগামী মহাসড়কের ওপর পৌছাইলে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দা, চাকু ও পা বেধে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও ফোন নিয়ে যায় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যরা।

সংবাদ সম্মেলনে আরও বলেন, এ ঘটনার পর আমতলী থানা পুলিশ ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঐ দিন সোমবার দুপুরের দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজার এলাকা থেকে ডাকাতির সরঞ্জামসহ দেশীয় অস্ত্র ও ব্যবহৃত গাড়ি উদ্ধার করেন ।

মংচিন থান
তালতলী প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *