রাজারহাটে পাটচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :তারিখ:০৪-১২-২০২৩ইং।কুড়িগ্রামের রাজারহাটে দিনব্যাপী প্রান্তিক পাটচাষিদের প্রশিক্ষণে দিকনির্দেশনামুলক বক্তৃব্য রাখেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত। ৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় অফিসার্সক্লাবে পাট অধিদপ্তরের
আয়োজনে প্রশিক্ষনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়,উপজেলা কৃষি কর্মকর্তা মোছা সাইফুন্নাহার সাথী,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো:আব্দুল আউয়াল মিয়া, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।প্রশিক্ষণ শেষে ৭৫জন অংশগ্রহণকারী পাটচাষিদের মাঝে পাটের ১টি ব্যাগ,১প্যাড,১কলম ও অনারিয়াম প্রদান করা হয়েছে।#(ছবি সংযুক্ত)

এনামুল হক সরকার
রাজারহাট কুড়িগ্রাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *