এম এ আলিম রিপন ঃ নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার,স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয়ের হলরুমে রবিবার উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সানজিদা মুজিব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ । স্বাগত বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ফৌজিয়া সুলতানা। সভায় সমাজে ঘটে যাওয়া বাল্য বিয়েসহ বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি।

Leave a Reply