নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আদালতে গোলাপ

রতন দে, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর-৩ আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় রবিবার (৩ ডিসেম্বর) সকালে আদালতে হাজিরা দিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ। এর আগে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে আওয়ামীলীগ প্রার্থীকে আদালতের স্ব শরীরে হাজির হতে বলা হয়েছিল।

উল্লেখঃ ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান গোলাপ ঢাকঢোল বাজিয়ে ও প্রভাব বিস্তার করে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ২জন স্বতন্ত্র প্রার্থী। এই ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. শরিফুল হক অভিযোগকারী এবং অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে ৩ ডিসেম্বর জবাব দিতে বলেন। মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী আজ রবিবার সকালে অভিযোগকারী দুই জন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী ও তৌফিকুজ্জামান শাহিন এবং অভিযুক্ত আ.লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সোবহান গোলাপ হাজির হয়ে তাদের বক্তব্য পেশ করেন।
এ ব্যাপারে যুগ্ম জেলা জজ আদালতের পেশকার মোঃ আনোয়ার হোসেন জানান, দুই পক্ষের যুক্তি তর্ক শেষ হয়েছে, আদালত এখনও কোন সিদ্ধান্ত দেয়নি। এবিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে তাৎক্ষনিক সাংবাদিকদের জানান।
আাদালত থেকে বের হয়ে অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী বলেন,আমরা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছি,তার তথ্য প্রমান পেশ করেছি।
অভিযুক্তকারী আবদুস সোবহান গোলাপ বলেন, আদালতকে জানিয়েছি,আমি যখন মনোনয়ন পত্র দাখিল করতে যাই, ইউএনও অফিসের সামনে দেখি প্রায় চল্লিশ জনের মত সাংবাদিক উপস্থিত ছিল। ইউএনও অফিস রুমটি বেশ ছোট,ওখানে সাংবাদিকরা হাজির ছিল। আমার সাথে শুধু প্রস্তাবকারী,সমর্থনকারী এবং ল’ইয়ার ছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *