শাজাহানপুরে পুলিশ দেখে দৌড় হার্ট অ্যাটাকে যুবদলনেতার মৃ*ত্যু

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে পুলিশের টহল দেখেই পালাতে গিয়ে হার্ট এ্যাটাকে ফোরকান আলী (৩৫) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
নিহত ফোরকান আলী, উপজেলার ঘাষিড়া সুফি পাড়া গ্রামের মাওলানা আব্দুল কুদ্দুসের বড় ছেলে। এবং খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় ঢাকা-বগুড়া মহাসড়কে সাজাপুর ফকিরপাড়া এলাকায় বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি পালনকালে এ ঘটনাটি ঘটেছে।

এসময় পুলিশ, বিজিবি, র্যবের টহল দল ওই এলাকায় উপস্থিত হলে ফোরকানসহ অন্যান্যরা দৌড়ে পালাতে গিয়ে ফোরকান পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

ঘটনা সম্পর্কে জানতে চেয়ে শাজাহানপুর উপজেলা বিএনপি ও যুবদলের নেতাদের মোবাইল ও হোয়াটসঅ্যাপে ফোন করেও কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) শহীদুল ইসলামের বলেন , ফোরকানের পারিবারিক সুত্রে জানান
হয়েছে হার্ট এ্যাটাকে সে মারা গেছে। তবে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে সে হার্ট এ্যাটাক হয়েছে কি না আমার জানা নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *