হেলাল শেখঃ বাংলাদেশে আগামী (৭ জানুয়ারি ২০২৪ইং) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন, ঢাকা-১৯ আসনে ১২জন এমপি প্রার্থী হিসেবে গত বৃহস্পতিবার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
প্রার্থীরা হলেন, গনফ্রন্ট এর নুরুল আমীন, বাংলাদেশ আওয়ামী লীগের ডাঃ এনামুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ ইসরাফিল হোসেন সাভারী, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ জুলহাস, স্বতন্ত্র মুহাম্মদ সাইফুল ইসলাম, তৃনমুল বিএনপি’র মাহাবুবুল হাসান, জাকের পার্টির মোঃ শামসুদ্দিন আহমেদ, স্বতন্ত্র তালুকদার মোঃ তৌহিদ জং (মুরাদ), বিএনএম মোঃ সাইফুল ইসলাম মেম্বার, জাতীয় পার্টির মোঃ আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির আরো একজন মোঃ বাহাদুর ইসলাম এবং বাংলাদেশ জাতীয় পার্টির মহিলা এমপি প্রার্থী আইরীন পারভীন।
সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মাঝি ডাঃ এনামুর রহমান, তিনি দুইবার নির্বাচিত এমপি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, তৃতীয় বারের মতো আবারও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কা পেয়েছেন কিন্তু এই আসনে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি নির্বাচনে আসেনি, সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দিয়েছেন এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন, এদিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ সাইফুল ইসলাম ভুঁইয়া বিএনএম থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাহলে একজন মেম্বার ও চেয়ারম্যান এই আসনটিতে ভোটের লড়াই করবেন নৌকা মার্কার প্রতিদ্বন্দ্বী হিসাবে। সেই সাথে আরো একজন সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ একসময়ের আলোচিত এমপি, তিনি এক চুমুতে রানা প্লাজার মালিক রানার বিষয়ে বিতর্কিত হন। রানা প্লাজা ট্রাজেডিতে এনাম মেডিকেল কলেজের মালিক ডাঃ এনামুর রহমানকে এরপর ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী করা হয়, এরপর দুইবার নৌকা মার্কায় বিজয়ী হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হোন। এরপর তৃতীয় বারের মতো আবারও আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি করা হয়েছে তাকে।
এদিকে বিএনপি নির্বাচনে না আসায় স্বতন্ত্র প্রার্থী আর ডামি প্রার্থী হয় আওয়ামী লীগের অনেক নেতা। তবে এটাও বলা হচ্ছে স্বতন্ত্র আর ডামি এক জিনিস নয়, প্রার্থিতা প্রত্যাহারে দেওয়া হবে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দলের নির্দেশনা না মানলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা, স্বতন্ত্র প্রার্থী ফ্রিস্টাইল হবে না।
স্বতন্ত্র বা ডামি প্রার্থীদের দলের পক্ষ থেকে উৎসাহিত করার কথা বলা হলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র প্রার্থী ফ্রিস্টাইল হবে না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যথাসময়ে নির্বাচন হবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চলাচ্ছে একটি মহল, প্রার্থীরা অনেকেই আচরণ বিধি লঙ্ঘন করছেন, উক্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
Leave a Reply