May 9, 2025, 12:49 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরের সাতবাড়ীয়ায় পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধের দাবিতে মানববন্ধন ধামইরহাটে যুবদল কর্তৃক তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা ধামইরহাটে ইএসডিও এর কার্যক্রম উপজেলা সমন্বয় সভায় উপস্থাপন পাইকগাছায় ইট বোঝাই ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে ;দু-র্ভোগে এলাকাবাসী পাইকগাছা উপজেলায় উন্নত ওয়াশ সেবা বিষয়ক অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বিপন্ন রয়েল বেঙ্গল টাইগার: ২০৭৫ সালের মধ্যে হারিয়ে যাওয়ার শ-ঙ্কা সলঙ্গার দাদপুর জি.আর কলেজের একাডেমিক ভবন উদ্বোধন উজিরপুরে রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন ইউএনও আলী সুজা সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির সাবেক দুই এমপি

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির সাবেক দুই এমপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির ময়মনসিংহের সাবেক দুই সংসদ সদস্য (এমপি)। এ খবরে আলোচনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

সাবেক ওই দুই সংসদ সদস্যরা হলেন, ময়মনসিংহ-৪ (সদর) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু, আরেকজন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনের সাবেক এমপি ও বিএনপির বর্তমান জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ শহীদ সারোয়ার।

বুধবার (২৯ নভেম্বর) রাতে সাংবাদিকদের কে এ তথ‍্য নিশ্চিত করেছেন দেলোয়ার হোসেন খান দুলু এবং শাহ্ শহীদ সারোয়ারের ছোট ভাই অ‍্যাডভোকেট ফরহাদ।

এর আগে অতি গোপনীয়তায় এদিন বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ময়মনসিংহ-৪ আসনের সাবেক জনপ্রিয় সাংসদ দেলোয়ার হোসেন খান দুলু।

অপরদিকে, ফুলপুর-তারাকান্দা আসনের সাবেক শাহ্ শহীদ সারোয়ারের পক্ষে বুধবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার ব‍্যক্তিগত সহকারী মো. সুমন মিয়া।

জানা গেছে, ময়মনসিংহ-৪ (সদর) আসনে ২০০১ সালে বিএনপির দলীয় এমপি হয়েছিলেন দেলোয়ার হোসেন খান দুলু। তার সময়ে ময়মনসিংহ-৪ আসনে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হওয়ায় সাধারণ মানুষ আজো তাকে স্মরণ রেখেছে। তবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলু এক-এগারোর সংস্কারপন্থী হিসেবে দল থেকে ছিটকে পড়েন। এপর থেকে বিএনপিতে এই নেতার কোনো পদ নেই।

দেলোয়ার হোসেন খান দুলু বলেন, সংস্কারপন্থী হিসেবে গত ১৫ বছর বিএনপি আমাকে দলে রাখেনি। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য থাকলেও ২০০৯ সালে সেখান থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে দলের কোনো সদস্য পদেও নেই। সাধারণ মানুষ যারা আমাকে পছন্দ করেন, তাদের ওপর নির্ভর করে প্রার্থী হয়েছি। সঠিকভাবে ভোট হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

এদিকে, বিএনপি নেতা ও সাবেক এমপি সারোয়ার এদিন বিকেল সাড়ে ৩টার দিকে নিজস্ব লোক পাঠিয়ে স্বতন্ত্র প্রার্থিতার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসান।

জানা যায়, শাহ্ শহীদ সারোয়ার বিএনপির দলীয় প্রতীক নিয়ে ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৮ ও ২০১৮ সালেও দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। প্রার্থী হওয়ার বিষয় নিয়ে শাহ্ শহীদ সারোয়ারের মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়ায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শাহ্ শহীদ সারোয়ার একসময় জাতীয় পার্টির (জাপা) রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD