ঢাকা-১৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন তৃনমুল বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট তুষার

হেলাল শেখঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে তৃনমুল বিএনপি’র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মাহবুবুল হাসান (তুষার) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ইং দুপুর ১টার দিকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের কার্যালয়ে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের নিয়ে অ্যাডভোকেট মাহাবুবুল হাসান (তুষার) মোল্লা মনোনয়নপত্র জমা দিলেন, এসময় আন্তর্জাতিক মানবাধিকার গোয়েন্দা সংস্থা’র কর্মকর্তা আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।

তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মাহাবুবুল হাসান (তুষার) মোল্লা গণমাধ্যমকে বলেন, সবকিছু ঠিক থাকলে জনগণের ভোটে আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমরা চাই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। ভোটের মাধ্যমে আমি বা যে কেন নির্বাচিত হলে সবাইকে মেনে নিতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *