মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে বাৎসরিক মূল্যায়ন উৎসব

রিপন ওঝা,মহালছড়ি

মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলে অধ্যয়নরত ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ৩০নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯.০০ ঘটিকায় বাৎসরিক মূল্যায়ন উৎসবের আয়োজন করা হয়েছে।
বাৎসরিক মূল্যায়ন উৎসব উপলক্ষে সবার উপস্থিতিতে কেক কাটা হয়।

এ সময়ে উপস্থিত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জনি বলেন, মহালছড়ি উপজেলায় অবস্থিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের সকলকে নিয়ে তোমাদের মেধা বিকশিত করার লক্ষ্য বর্তমান সরকারের গৃহিত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে আমাদের এই মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল উপজেলা পর্যায়ে সুনাম কুড়িয়ে চলেছে। আজ তোমাদের প্রান্তিক মূল্যায়নের সমাপনী দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে তোমাদের নিয়ে আজকে মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল-এর কর্তৃপক্ষ ব্যতিক্রম আয়োজন করেছে। ভবিষ্যৎ সময়েও তোমরা সকলে ভালো কিছু উপহার দেবে যা দেশের ও দশের কল্যাণ বয়ে আনবে। তোমাদের সকলের প্রতি অনেক অনেক শুভকামনা ও দোয়া ভালোবাসা রইলো।

এসময়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাগণ এবং সকল শ্রেণির কৃতি শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *