ঘাটাইল প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল – ৩ (ঘাটাইল) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযুদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু,সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম মিয়া, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম মনি,সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ উপজেলা / ইউনিয়ন আওমীলীগ এবং সহযোগী সংগঠনে নেতাকর্মীবৃন্দ।
এর আগে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগে অফিস কার্যালয় থেকে মিছিল সহকারে নেতাকর্মীদের নিয়ে বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান উপজেলা পরিষদ চত্বরে এসে উপস্থিত হন।
মোঃ রায়হান মিয়া
ঘাটাইল প্রতিনিধি

Leave a Reply