খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রংপুর জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমনা আক্তার লিলি। বৃহস্পতিবার দুপুরে স্বশরীরে উপস্থিত হয়ে রংপুরের রিটার্নিং অফিসার ও রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসানের হাতে মনোনয়নপত্র জমা দেন লিলি। এর আগে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের লক্ষে লবিং করলেও দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি। সে লক্ষে মঙ্গলবার সহকারী রিটার্নিং অফিসার ও তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার হাত থেকে লিলির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারই ছোট ভাই নাঈম ইসলাম খান।
সুমনা আক্তার লিলি বলেন, দল থেকে মনোনয়ন পাইনি। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, জনসমর্থন থাকলে দলের যে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দলের কোন আপত্তি নেই। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলাম। তারাগঞ্জ ও বদরগঞ্জের মানুষের ভালোবাসা আছে বলেই আমি এই মানুষগুলোর ভালোবাসার জোরে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি আশা ও বিশ্বাস করি আমার রংপুর ২ আসনের সাধারণ মানুষ আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে ভালোবেসে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দিবে।
রংপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন সুমনা আক্তার লিলি

Leave a Reply