জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক মনোনয়ন ফরম দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক রেজার কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শিবলী সাদিক।
এসময় হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি হারুন উর রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শীবেশ কুন্ডু, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, ঘোড়াঘাট পৌর আ’লীগের সাধারণ সাম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ চার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আ’লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে তৃতীয়বারের মতো দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আগামীতে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলাকে নান্দনিক, আধুনিক এবং স্মার্ট করে গড়ে তোলা হবে।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Leave a Reply