January 3, 2025, 6:59 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক
ও দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আবদুল হান্নান লিটনের
উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকী
পালন করা হয়েছে। ২৪ আগস্ট (বুধবার) রাতে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ
ব্যক্তিগত অফিসে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত
থেকে বক্তব্য রাখেন- কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন, বিশিষ্ট ব্যবসায়ী
হাজী জাফর উল্লাহ, শওকত হোসেন চৌধুরী, কাউন্সিলর নুর মোস্তফা টিনু,
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি মো. নুরুল আবছার, সহ সভাপতি
মো. লিয়াকত আলী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ
বিন পশেম, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান, যুবলীগ নেতা মো. সুমন, মো.
ইলিয়াছ, মো. আল আমিন, রনি চৌধুরী, বাপ্পী চৌধুরী, মো. হুমায়ুন কবির,
রবিউল ইসলাম, মো. কফিল উদ্দিন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ
ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশে
যুবলীগ নেতা লিটন বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকী পালন করেন। অনুষ্ঠান শেষে
এতিম ও সাধারণ ৫শ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয় এবং প্রধানমন্ত্রী
শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করেন।
আলোচনা সভায় বেসরকারি কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন বলেন, বঙ্গবন্ধু
শুধু মহান রাজনৈতিক নেতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন না, তিনি
মানবজাতির পথ-প্রদর্শক ছিলেন। তিনি বর্তমান বিশে^র অনেক দেশের জন্য
অনুকরণীয় আর্দশ। বঙ্গবন্ধু চেয়েছিলেন ধর্ম নিরপেক্ষতা, বহুদলীয়
গণতান্ত্রিক ব্যবস্থা, সব মানুষের মানবাধিকারের স্বীকৃতি। জাতির পিতাকে
অনুস্মরণ করেই এগিয়ে যাওয়ার আহবান জানান।