মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঢাকা রাজারবাগ দরবার শরীফের নির্দেশনায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর সম্মানার্থে প্রতি আরবী মাসের ১২ তারিখের ন্যায় মিলাদ-ক্বিয়াম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারের বাসস্ট্যান্ডে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সাইটে দাঁড়িয়ে এই মিলাদ-ক্বিয়াম মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা রাজারবাগ দরবার শরীফের মুরিদ মুহম্মদ রাশেদুল ইসলাম, মুহম্মদ শরীফুল ইসলাম, মুহম্মদ আমানুল্লাহ, মুহম্মদ নুর আলম, মুহম্মদ আব্দুল্লাহসহ আম জনতা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- সাংবাদিক তরিকুল ইসলাম, পুলিশ প্রশাসন, আনসার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, ঢাকা রাজারবাগ পুলিশ লাইনের ৩নং গেইটের সামনে অবস্থিত রাজারবাগ দরবার শরীফের সম্মানিত পীর উনার নির্দেশনায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর সম্মানার্থে প্রতি আরবী মাসের ১২ তারিখ আলোচনা ও মিলাদ-ক্বিয়াম মাহফিল পালন করা হচ্ছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ (জন্মদিন) সম্পর্কে খুশি প্রকাশের লক্ষ্যে বাংলাদেশের প্রতি জেলার সকল উপজেলায় এই মিলাদ-ক্বিয়াম মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এই কার্যক্রম পালন করেছেন জেলা-উপজেলায় অবস্থিত ঢাকা রাজারবাগ দরবার শরীফের মুরিদগণ।
মিলাদ মাহফিলে অংশগ্রহনকারীরা বলেন, ঢাকা রাজারবাগের এই ধরণের মিলাদে এসে তাঁরা নবীর আগমন সম্পর্কে জানতে পারেন। প্রতি মাসে রাজারবাগের মুরিদগণকে ব্যানার সামনে রেখে রাস্তায় দাঁড়িয়ে এই মাহফিল করতে দেখেন অনেকেই জানিয়েছেন।
মুহম্মদ তরিকুল ইসলাম ।
Leave a Reply