খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ি পার্বত্য জেলার দিঘীনালা উপজেলায় দীর্ঘ অর্ধযুগ যাবৎকাল প্রত্যন্ত এলাকায় সনাতন সমাজের প্রচার,ধর্মীয় জ্ঞানের আলো ও গীতা শিক্ষার আলো ছড়ানোর উদ্যোক্তা ও ৬টি গীতা স্কুল এর প্রতিষ্ঠাতা শ্রী লিটন সাহা’কে নিঃস্বার্থভাবে সনাতন সমাজের কল্যাণে অবদান রাখায় সম্মাননা স্বারক প্রদান করেন জেলার সমাজসেবক ও সাংবাদিক মিঠুন সাহা।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪টার সময় সংকর মঠ মন্দিরে
এই সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিঘীনালা নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও বাগীশিক দিঘীনালা উপজেলা কমিটির সম্মানিত উপদেষ্টা মৃদুল কান্তি সেন, অমল চন্দ্র রায়, দিঘীনালা সংকর মঠ এর সাধারণ সম্পাদক ও বাগীশিক দিঘীনালা উপজেলা কমিটির সভাপতি তাপস দাশ,সহ সভাপতি রিটন দে,সাধারণ সম্পাদক লিটন সাহা,প্রচার সম্পাদক রাজিব দে।এই সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা লিটন সাহার এমন মহৎ উদ্যোগ এর জন্য অভিনন্দন ও শুভ কামনা জানান।
Leave a Reply