রিপন ওঝা,মহালছড়ি
খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়িতে জোনের অদম্য সাতান্ন কর্তৃক পার্বত্য শান্তিচুক্তির ২৬তম পূর্তিতে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেছে। উদ্বোধনী ক্রিকেটে টুর্ণামেন্ট
জোন অধিনায়ক কর্ণেল শাহ্রিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আজ উদ্বোধন খেলা, উদ্বোধনী প্রথম ম্যাচে স্বাধীন বাংলা সংঘ মহালছড়ি বনাম জয়সেনপাড়া স্পোর্টিং ক্লাব মাইসছড়ি মুখোমুখি হয়েছে। উক্ত খেলায় জয়সেনপাড়া স্পোর্টিং ক্লাব মাইসছড়িকে ১৬রানে পরাজিত হয়।
উক্ত টূর্নামেন্টের উদ্বোধক লে.কর্ণেল শাহ্রিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি প্রসঙ্গত বক্তব্যে বলেন এই পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি, সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে ও বসবাসরত স্থানীয় জনগণকে শান্তি, সম্প্রীতি, সৌহার্দপূর্ণ সম্পর্কে বিশ্বাসী হতে হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি একটি ঐতিহাসিক অর্জন। এ চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে শান্তির সুবাতাস বইছে। ১৯৯৭ সালের ২ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জেএসএস সভাপতি সন্তু লারমা’র মাঝে এক ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় মহালছড়িতে জোন কর্তৃক আগামী ২ডিসেম্বর শান্তিচুক্তি দিবসটি নানা কর্মসূচীতে পালিত হবে। তারই ধারাবাহিকতায় শান্তিচুক্তির ২৬তম আয়োজনে এই ক্রিকেট টুর্ণামেন্ট অন্যতম।
শান্তিচুক্তির ২৬তম পূর্তিতে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে এপিবিএন ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ আয়ুব বিপিএম (সেবা) পুলিশ সুপার, মহালছড়ি জোনের কোয়ার্টার মাষ্টার ক্যাপ্টেন মোঃ মেজবাহ উল মুহিত, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন তাহসান উদ্দিন মাহমুদ, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ১ নং মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, ৩নং কেয়াংঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুপেন্দ্র দেওয়ান, মহালছড়ি উপজেলার দাপ্তরিক কর্মকর্তা ও কর্মচারী সহ, জনপ্রতিনিধি, হেডম্যানগণ ও কার্বারী গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।
মহালছড়ি ৬আমর্ড এপিবিএন স্কুল মাঠে অনুষ্ঠেয় শান্তিচুক্তির ২৬তম পূর্তিতে জোন কাপ ক্রিকেট টুর্নামেন্টে মহালছড়ি জোন, ৬ এপিবিএন, স্বাধীন বাংলা সংঘ মহালছড়ি, মাইসছড়ি একাদশ, আনন্দ ক্লাব, জাগরন ক্লাব, জয়সেনপাড়া স্পোর্টিং ক্লাব, ভূয়াছড়ি স্পোর্টিং ক্লাব মোট আটটি ক্রিকেট টিম অংশগ্রহণ করে।
Leave a Reply