গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিক মোশাররফ হোসেন বুলু এমপি প্রার্থী

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাকের পার্টির মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোশাররফ হোসেন বুলু।

শনিবার সকালে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

সাংবাদিক মোশাররফ হোসেন বুলু জাকেরপাটির উপজেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পদে অধিষ্ঠিত রয়েছেন । এই আসনটি ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। মনোনয়ন পেয়ে সাংবাদিক মোশাররফ হোসেন বুলু দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *