মুহিবুর রহমান মানিক ও নৌকা প্রতিকের পক্ষে মান্নারগাও’র আমবাড়ী বাজারে আনন্দ মিছিল

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ মুহিবুর রহমান মানিক ও নৌকা প্রতিকের পক্ষে বিশাল আনন্দ মিছিল ও মিছিল পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে মান্নার গাও ইউনিয়ন পরিষদের সামন থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সম্মোখে মান্নার গাও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন মান্নার গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইজ্জত আলী তালুকদার উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা বরুণ চন্দ্র দাস, মান্নার গাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভুপতি দাস, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অসিত তালুকদার, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন তালুকদার, কৃষক লীগের সভাপতি তাহের উদ্দিন, ছাত্র লীগ নেতা নিউটন দাস, ছাত্রলীগ নেতা.নুর হোসেন, আওয়ামীলীগ নেতা সুন্দর আলী, আওয়ামীলীগ নেতা কৃপা সিন্ধু রায় ভানু, মান্নার গাও ইউনিয়ন আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার মিয়া, ইউপি সদস্য দিপক দাস প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ছাতক দোয়ারাবাজারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুহিবুর রহমান মানিক ও নৌকা প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *