আনোয়ার হোসেন,
নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পিরোজপুর সড়কে সুপারি ছোবড়া শুকাতে দিয়ে ক্রমেই যেন সড়ক দখল ফেলছেন স্থানীয় লোকেরা। এভাবে অবাধে সড়কে সুপারির কাচা ছোবড়া শুকাতে দেয়ায় ঝুকিপূর্ন হয়ে উঠছে গুরুপ্তপূর্ন এ সড়কটি। এতে যেকোন সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন অবাধে সড়কে এভাবে সুপারির ছোবড়া শুকানো বন্ধ না হলে দুর্ঘটনার কবলে পড়বে পথচারি সহ যানবাহন।
সরেজমিনে দেখা গেছে উপজেলার ঘনমান মোল্লাবাড়ী এলাকা সংলগ্ন সড়কটি থেকে দক্ষিন কামারকাঠি সড়ক পর্যন্ত রাস্তা জুড়ে দুই পাশে সুপারির ছোবড়ায় পরিপূর্ন। শেহাংগল এলাকায় সড়কের পাশ জুড়ে থাকে গরু মহিষ বাধা। স্থানীয় বেশ কিছু লোক সড়কটি যেন নিজেদের উঠান বাড়ীর মত ব্যবহার করছেন। এছাড়াও প্রতিনিয়ত ঘনমান এলাকা থেকে দক্ষিন কামারকাঠি ৪৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের দুইপাশে থাকে সুপারির ছোবড়ায় পরিপূর্ন। রাস্তায় এভাবে অবাধে সুপারির ছোবড়া শুকানোর ব্যাপারে স্থানীয় কেহ নিষেধ করলেও তারা মানছেনা। দেখাগেছে, ওই সড়ক থেকে প্রতিনিয়ত পিরোজপুর স্বরূপকাঠি সড়কের বাস চলাচল সহ চলাচল করে বড় ছোট চার শতাধিক যানবাহন। রাস্তার কোন কোন জায়গা থেকে এমনভাবে ছোবড়া, লাকড়ি, গাছের ডালপালা শুকাতে দেয়া হয় এতে সংকুচিত হচ্ছে মুল সড়ক। এ কারনে রাস্তা থেকে একটি বড় গাড়ী চলাচলের সময় পাশ দিয়ে সুপারির ছোবড়া,লাকড়ি মাড়িয়ে ঝুকি নিয়ে চলাচল করছে মটর সাইকেল,সাইকেল অটোগাড়ী। এতে ক্রমেই শংকা বাড়ছে দুর্ঘটনার।
স্থানীয় স্বাধীন আইচ সরকার নামে একজনে বলেন, রাস্তা দখল করে সুপারির ছোবড়া,লাকড়ি শুকাতে দেয়া হয় এই গুরুপ্তপূর্ন সড়কে। এতে মানুষের চলাচল করতে খুবই কষ্ট হয়। এভাবে সড়ক দখল করে এসব জিনিস শুকাতে দেয়ায় দুর্ঘটনা বাড়ছে রাস্তায়।
স্থানীয় মো: ফরাদ হোসেন বলেন, এভাবে গুরুপ্তপূর্ন এ সড়কে সুপারির ছোবড়া,লাকরি ডালপালা শুকাতে দেয়ায় যান চলাচল সহ মানুষজনের চলাচলে বিঘ্ন ঘটছে। সড়ক দখল করে এভাবে সুপারির ছোবড়া শুকানোয় ২০১৯ সালে এক প্রাইমারি শিক্ষক নিহত হয়েছেন। তিনি সড়কের একটি যাত্রীবাহি গাড়ী সাইড দিতে গিয়ে সুপারির ছোবড়ার উপর মটরসাইকেল উঠিয়ে দেন। একারনে মটর সাইকেল স্লিপ করে তিনি সড়কে পড়ে গাড়ীর চাকায় পিস্ট হয়ে মারা যান।
কামারকাঠি গ্রামের ইউপি সদস্য মো: নুরুল আমীন বলেন, সড়কে এভাবে সুপারির ছোবড়া,লাকড়ি শুকানো খুবই অন্যায়। এতে যান চলাচলে চরম বিঘ্ন ঘটছে। শংকা বাড়ছে বড় কোন দুর্ঘটনার। তিনি বলেন আমি সড়কে ছোবড়া শুকানো এসব লোকদের ডেকে নিষেধ করব।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহাবুব উল্লাহ মজুমদার জানান, আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের ডেকে এলাকার মানুষের মধ্য সচেতনতা সৃস্টি করতে বলব। তাতেও যদি কাজ না হয় তাহলে শ্রীগ্রই এ ব্যাপারে আইনত ব্যবস্থা নেয়া হবে।
আনোয়ার হোসেন
নেছারাবাদ,পিরোজপুর ।
Leave a Reply