কেশবপুরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে ২২নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সমাধান সমৃদ্ধি কর্মসুচির আওতায় পিকেএসএফ এর অর্থায়নে নাক,কান ও গলা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ঢাকা হোসেন শহীদ সরোয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালের নাক,কান ও গলা বিষয়ক কনসালটেন্ট ডাঃ মো. হাসনাত আনোয়ার ও ঢাকা স্কায়ার হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ দিপায়ন কুণ্ডু রোগিদের ফ্রি সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাধান সংস্থার উপ-পরিচালক, শফিউল ইসলাম, আঞ্জলিক সমন্ময়কারি মিজানুর রহমান, শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান ও জহুরুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী মো. আশরাফুজ্জামান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, পরিবার পরিকল্পনা পরিদর্শক অভিজিৎ বসু, ডাঃ ইদ্রিস আলী, ডাঃ রায়হান আহম্মদ শুভ, বিলাল হোসেন, রফিকুল ইসলাম ও সিদ্দিকুর রহমান প্রমুখ। ক্যাম্পে ১৬৩ জন রোগিকে ফ্রি সেবা প্রদান করা হয়।

মোঃ জাকির হোসেন
কেশবপুর,যশোর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *