পাবনা-২ আসনে এবার নৌকার হাল ধরতে চান আশিকুর রহমান খান সবুজ

এম এ আলিম রিপন ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে নৌকার প্রর্থী হতে চান আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারি ত্যাগী ও পরীক্ষিত নেতা আশিকুর রহমান খান সবুজ। ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি। সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি গণসংযোগ আর উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে নিজেকে রাজনৈতিক মাঠে বিকশিত রেখেছেন। ধর্মবর্ণ নির্বিশেষে আপামর জনসাধারণের কাছে যেমন নিজেকে মেলে ধরেছেন তেমনি সবার মন জয় করে নিয়েছেন আ.লীগের এ দলীয় মনোনয়ন প্রত্যাশী। তাকে ঘিরেই যেন পাবনা-২ নির্বাচনী এলাকার মানুষদের মাঝে নতুন প্রত্যাশার স ার হয়েছে। এর আগেও তিনি জনমত গড়তে এবং দলীয় নেতাকর্মীদের সমর্থন আদায়ের জন্য নির্বাচনী এলাকা সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়ন ও আমিনপুর থানার ৫টি ইউনিয়নের নির্বাচনী মাঠঘাট ঘুরছেন। আশিকুর রহমান খান সবুজ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন, তিনি বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ^বিদ্যালয় শাখার সমাজ সেবা সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য( জাহাঙ্গীর কবির নানক-মির্জা আজম কমিটি,২০০৩-২০০৯), আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ও তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্যসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন । স্থানীয় নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান খান জানান, নির্বাচনী এলাকার আ.লীগের নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখাসহ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন,সমাজ সেবা ও ক্রীড়া এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে সবুজ নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে নির্বাচনী এলাকা জুড়ে আ.লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজস্ব ব্যক্তি ইমেজ তৈরি হয়েছে। করোনাকালীন সময়ে অসহায় মানুষদের মাঝে বাড়িয়েছিলেন সহযোগিতার হাত । তাই নেত্রী সবুজকেই মনোনয়ন দেবেন বলে প্রত্যাশা রাখেন তিনি। প্রধানমন্ত্রী ও আ.লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন প্রত্যাশা রেখে নৌকার মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান খান সবুজ বলেন, দলের দুর্দিনে দলের জন্য কাজ করেছি। এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তাই আমার বিশ^াস প্রধানমন্ত্রী ও আ.লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার যথাযথ মূল্যায়ন করবেন এবং নৌকার মনোনয়ন দেবেন। আর মনোনয়ন পেলে বিজয়ী হবেন এবং তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে নির্বাচনী এলাকার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন । প্রসঙ্গত, রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে পরিসংখ্যানে বি.এস.সি,এম.এস.সি সম্পন্ন করা সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের মেধাবী কৃতি সন্তান আশিকুর রহমান খান সবুজের পিতা প্রয়াত সৈয়দ আলী খান নাজিরগঞ্জ ইউনিয়ন আ.লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। এছাড়া ইউনিয়ন পরিষদের প্রথম জমিদান করাসহ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করেন। আশিকুর রহমানের সেজ বোন জিন্নাত আরা রোজী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি এবং এর আগে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সমাজ সেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছোট বোন জেসমিন আরা মৌসুমী ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এম এ আলিম রিপন
সুজানগর (পাবনা) প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *