পানছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ইয়ুথ গ্রুপ গঠন ও সক্রিয়করণ সভা ২০২৩ অনুষ্ঠিত

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের মাধ্যমে ও তৃণমূল উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ইয়ুথ গ্রুপ গঠন ও সক্রিয়করণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নবেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও ৩০ জন ইয়ুথ গ্রুপ সদস্যদের নিয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি এডহক কমিটি গঠিত হয়।

এই সময় তৃণমূল উন্নয়ন সংস্থা আস্থা প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরার সঞ্চালনা সভা ও তৃণমূল উন্নয়ন সংস্থা আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান এর সভাপতিত্ব প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা যুব উন্নয়ন অফিসার ঊষা মগ। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের জনবাণী পত্রিকার সাংবাদিক মিঠুন সাহা।

এই সময় উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ফিন্ড অফিসার তুহিন চাকমা,ফিন্ড এসোসিয়েট সোনিয়া দাশ,এডহক কমিটির আহবায়ক মোঃ আল মামুন সহ সদস্যবৃন্দ প্রমুখ।

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যে সম্পর্কে বক্তারা বলেন, দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতী বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করা। বক্তারা আরও জানান এই প্রকল্পের আওতায় বিশেষ ব্যবস্থাপনার মধ্যে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব,নিরক্ষর, স্বল্পশিক্ষিত যুব,গ্রামীণ যুব ও যুবনারীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *