হেলাল শেখঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, মানুষ জন্মের পর ক্ষমা পাবে শিশুকাল কষ্টে যাবে বৃদ্ধকাল।
যৌবন হলো শ্রেষ্ঠকাল কাজে লাগাও ইহকাল। আমরা বাঁচবো আর কতকাল? ফাঁকি দিলাম বহুকাল, ঘুমিয়ে ছিলাম এতকাল। আজকেও হবে গতকাল, হঠাৎ হবে ইন্তেকাল, মানুষের বন্ধ হবে কার্যকাল। আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় অবস্থান করছি, কোথায় হবে শেষ ঠিকানা?
এই দুনিয়ায় আমরা দুইদিনের মেহমান, ফুলের সৌরভ আর মানুষের গৌরব ও শক্তি চিরকাল থাকেনা, আমাদের কিসের এতো অহংকার।
Leave a Reply