প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৫ নভেম্বর দৈনিক কালবেলা সহ কয়েকটি পত্রিকায় ‘পুরানো কংক্রিটে রাস্তা তৈরির অভিযোগ ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলদিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান। সংবাদে তাকে জড়িয়ে রাস্তা নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেছেন চেয়ারম্যান। তাই উক্ত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়িছেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান।
চেয়ারম্যান সাইদুর রহমানের দাবী “গ্রামের কিছু লোক সর্বদা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম নিয়ে কুৎসা রটনা করে বেড়ায়। দীর্ঘ কয়েক যুগ ধরে এ ইউনিয়নের রাস্তা ঘাটের কোন উন্নয়ন হয়নি। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকার রাস্তাঘাটের ব্যাপক কাজ হচ্ছে। যা প্রতিনিয়ত সমালোচকদের ভাবিয়ে তুলছে।” তিনি বলেন, “বলদিয়া ইউনিয়নে ইন্দুরহাট-জিলবাড়ি ভায়া বিন্নাবাজার EFT-ETCL-এর মাধ্যমে IRIDP-3 প্রজেক্টের আওতায় ২০৯৮ মিটার রাস্তার ৪ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ২৪০ টাকা প্রকল্প ব্যয়ে নির্মাণের কাজ চলছে। আমি চেয়ারম্যান হওয়ার পরে বর্তমানে আরো প্রায় ১০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান। তিনি বলেন ওই দুই কিলোমিটার রাস্তার কাজে পুরোনো সলবেস্ট মালামাল বাবদ ১৯ লাখ ১৫ হাজার ২৬৮ টাকা ধরা হয়েছে। তাছাড়া রাস্তাটির অধিকাংশ জায়গা জুড়ে খালে বিলীন হয়ে গেছে। তাই প্রয়োজনে জাহাজ বোঝাই বালু দিয়ে খালের পাশ ডোবা ভরাট করে রাস্তা বের করেছি। যা রাস্তার ইস্টিমেটে ধরা ছিলনা। বরংচ এতে আরো কয়েক লাখ টাকা অতিরিক্ত ব্যায় করা হয়েছে। যা ওই রিপোর্টার কিছুই জানেনা। তাছাড়া উক্ত রিপোর্ট প্রকাশ করার পূর্বে রিপোর্টার ভালভাবে রাস্তা সম্পর্কে অবগত না হয়ে কারো দ্ধারা প্ররোচিত হয়ে সংবাদটি প্রকাশ করেছে। তাই আমি উক্ত সংবাদের প্রতি চরম নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

চেয়ারম্যান,
মো: সাইদুর রহমান,
১নং বলদিয়া ইউনিয়ন। পরিষদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *