নাগরপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ

মো. আমজাদ হোসেন রতন নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের নাগরপুর “উপজেলা শহরে (নন-মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প” (১ম সংশোধিত) এর আওতায় নিম্ন লিখিত প্রকল্পে নাগরপুর হাসপাতাল ইউপিসি অফিস পানান বাজার ভায়া মিয়া বাড়ি রোড, নাগরপুর যদুনাথ হাই স্কুল হতে মীরনগর রোড, নাগরপুর মির্জাপুর রোড ও বাবনাপাড়া নঙ্গীনাবাড়ি রোড, নাগরপুর কাঁচা বাজার, শাহজানি বাজারে কসাই খানা, নাগরপুর বাজারে কসাই খানা, পাবলিক টয়লেট তেবারিয়া, পাবলিক টয়লেট পাকুটিয়া বাজার, পাবলিক টয়লেট নাগরপুর বাজার এর জন্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, আশা করি এ মাসের শেষ দিকে রাস্তার কাজগুলো, নাগরপুর কাঁচা বাজার, কসাই খানা ও পাবলিক টয়লেটের কাজ শুরু হবে। ইতিমধ্যে সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে আমি জনগণের কাছে এ ধরনের প্রকল্পের নির্বাচনী ওয়াদা দিয়েছিলাম। প্রায় সকল কাজই দৃশ্যমান বাকী কাজ গুলো ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর সম্পন্ন হবে।

নাগরপুর,টাঙ্গাইল ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *