নিউজ ডেস্ক।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বরিশালের সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল ০৫ আসন থেকে প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ,কে,এম জাহাঙ্গীর।
গতকাল রবিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ-র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উপজেলা চেয়ারম্যান সাঈদুর রহমান রিন্টু,বরিশাল সিটি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন,১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু,২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদ আহমেদ মান্না,মহানগর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহামুদ বাবু,অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব,ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ মান্না সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ইতিমধ্যে সুনামের সহিত দ্বায়িত্ব পালন করেছেন বরিশালের সিটি করপোরেশনের, তিনি সিটি মেয়র থাকাকালীন সময়ে এত অভূতপূর্ব রাস্তার উন্নয়ন ও করোনা কালীন সময়ে বাড়ি বাড়ি খাবার পৌছে দিয়ে চাঞ্চল্যতার সৃষ্টি করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছেন।
এদিকে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজস্ব ফেসবুক একাউন্টে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ।
Leave a Reply