রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে ১ম বারের অনুষ্ঠিতব্য সেনবাগ পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ ইং এর সনদ,পুরস্কার বিতরণ ও শিক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষার আয়োজক সেনবাগের
পৌরমেয়র আবু নাছের দুলাল( ভিপি)। মাষ্টার আবুল বাসার ও মাষ্টার নুর হোসেন সুমনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ,এস এ টিভির সমন্বয়ক হাসান মঞ্জুর,
উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো:জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেনসহ অনেকেই। অনুষ্ঠানে মেধা তালিকা অনুযায়ী ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীতে ২০ জন করে সর্বমোট ১২০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।উল্লেখ্য গত ১২নভেম্বর ৪টি ভ্যেনুতে ২০১৬ শিক্ষার্থীর অংশ গ্রহনে প্রথম বারের মত সেনবাগ পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
সেনবাগে পৌরসভা মেধাবৃত্তির সনদ,পুরস্কার বিতরণ ও মতবিনিময়

Leave a Reply