কুড়িগ্রামে শিক্ষার আলো ছড়াচ্ছে নিউ প্রতিশ্রুতি কিন্ডার গার্টেন এন্ড স্কুল

এম এস সাশর,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার অত্যাধুনিক ও ব্যতিক্রমী প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়াচ্ছেন নিউ প্রতিশ্রুতি কিন্ডার গার্টেন এন্ড স্কুল। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে নিয়োজিত অভিজ্ঞ শিক্ষকরা। মনোরম পরিবেশে লেখাপড়ার সুযোগ পেয়ে উপকৃত শিক্ষার্থীরা। ফলশ্রুতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে পেয়েছেন পাঠাদানের অনুমতি।

জানা গেছে, কচাকাচা ডিগ্রি কলেজের প্রভাষক শিক্ষানুরাগী শহিদুল ইসলাম নিজ উদ্যোগে ২০০৬সালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করেন নিউ প্রতিশ্রুতি কিন্ডার গার্টেন এন্ড স্কুল। অত্র প্রতিষ্ঠান সৃষ্টি লগ্ন থেকে স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক ও অভিজ্ঞ শিক্ষকরা সন্মনয়ে শিক্ষার্থীদের মানসম্মত সু-শিক্ষা দিয়ে আসছেন। এতে শিক্ষার গুণগত মান উন্নয়ন করায় জেলায় ব্যাপক সু-নাম অর্জন করতে সক্ষম হয়েছেন। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী ১১৭জন এবং কুড়িগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী শিশু থেকে এসএসসি পর্যন্ত ১হাজার ৪শত জনের স্কুলের নিজস্ব তিন তালা ভবনের ৪২কক্ষে সিসি ক্যামেরার আওতায় চলছে পাঠদান। শিক্ষার্থীদের স্কুল যাতায়াতের সুবিধার্থে বাস ২টি ও মিনিবাস ৬টি। দরিদ্র ৬২জন শিক্ষার্থীকে বিনা বেতনে পাঠদান ও বাসে বিনা ভারায় করাচ্ছেন যাতায়াত পাশাপাশি তিন শতাধিক শিক্ষার্থীদের অর্ধেক বেতনে পাঠদান করে ব্যাপক সু-নাম অর্জন করেছেন। অত্র প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী এখানে লেখাপড়া শেষে বিভিন্ন নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নসহ অনেকে উচু স্থানে চাকরী করে জীবন অতিবাহিত করছেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী আসিফুর রহমান, মিনা খাতুন, সাথী, জোবায়দুল হকসহ অনেকে বলেন, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি অত্যাধুনিক ও ব্যতিক্রমী। কঠোর নিয়ম-শৃঙ্খলা মেনে চলা। নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের আন্তরিকতার কারণে প্রতিবছরই ভালো রেজাল্ট করতে সক্ষম হয়ে আসছে। স্কুলের শিক্ষা কার্যক্রম সময় উপযোগী। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বার্ষিক শিক্ষা সফর, উপজেলা ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়াসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেয়ার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা আন্তরিকভাবে পাঠদান করেন।

অভিভাবকরা বলেন, শিক্ষকরা আমাদের ছেলে মেয়েদের সু শিক্ষার আলো বিকাশে নিয়মিতভাবে লেখাপড়া করাচ্ছেন। কুড়িগ্রাম জেলার অত্যাধুনিক ও ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান এটি। স্কুলের ধারাবাহিক সাফল্যের জন্য শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানাই। যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন মেধা-নির্ভর শিক্ষক শিক্ষিকা দিয়ে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই ব্যাপক সুনাম অর্জন করেছে।

শিক্ষকরা জানান, প্রধান শিক্ষকের নির্দেশনা অনুসারে ও অভিজ্ঞ শিক্ষকদের মতবিনিময়ে মনোরম পরিবেশে স্কুলের শিক্ষার্থীদের আদর স্নেহ ভালোবাসা দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছি।

প্রধান শিক্ষক মোছাঃ মোকছেদা বেগম (স্মৃতি) বলেন, শিক্ষক-কর্মচারী সকলে সমন্বয়ে আমরা সঠিকভাবে পাঠদান করে আসছি। অসহায় ও ঝরেপড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কাউকে যেন আর্থিক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম থেকে সরে দাঁড়াতে না হয় সেদিকে নজর রাখছি। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছি। আমাদের অনেক স্বপ্ন রয়েছে এ স্কুলকে ঘিরে। এলাকার মানুষদের এ সহযোগিতা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটিকে সেরা স্কুলে পরিণত করব।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম জানান, বিদ্যালয়টির পাঠাদানের অনুমতি পেয়েছে। অনেক সুন্দর পরিবেশ ও সিসি ক্যামেরার আওতায় পাঠদান চলছে। নিজস্ব ভবনে পাঠদান ও যাতায়াতের সুবিধার্থে গাড়ি। আমি আশা করছি প্রতিষ্ঠানটি ভবিষ্যতের কুড়িগ্রাম জেলায় শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সু-নাম অর্জন করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *