ধামইরহাটে সফিয়া কেজি স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে সফিয়া কেজি স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় পৌর সদরস্থ আমাইতাড়া মোড়ে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে সংযুক্ত কেজি স্কুলের বিদায় অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী মাসফিয়া ইসলাম ও মানছুরা মনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান।

এ সময় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক ইয়াসিন আলী, আমিনুল ইসলাম (সাবু), মাওলানা আনিছুর রহমান, শাহাদত হোসেন, সফিয়া কেজি স্কুলের সহকারী শিক্ষক মোসা. শাকিলা, রোকছানা, নুর আলম প্রমুখসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী-অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে এই বিদ্যালয়ের বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।
১৮/১১/২৩

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *