পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন

আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের ব্লাক বেঙ্গল ছাগল ও ভেড়া পালন বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপন ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগীতায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষন কক্ষে আনুষ্টানিক ভাবে ২ দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ.সভাপতি আলহাজ্ব আখতারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, জাইকার প্রতিনিধি জসিম উদ্দিন, কোর্স সমন্বয়কারী উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. সোহেল রানা ও উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির প্রমুখ।
উদ্বোধন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে ব্লাক বেঙ্গল গোট ও ভেড়া পালন বিষয়ে দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ন শেষন পরিচালনা করেন, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা.মো. আবুল কালাম আজাদ, ভেটেরিনারী সার্জন ডা.মো. সোহেল রানা, উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব সহ অন্যান্য প্রশিক্ষক গণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *