নড়াইলে ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া কলেজের পূর্ণাঙ্গ অধ্যক্ষর দায়িত্ব পেলেন খান শাহাবুদ্দিন

উজ্জ্বল রার, নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলর ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া কলেজের পূর্ণাঙ্গ অধ্যক্ষর দায়িত্ব পেলেন খান শাহাবুদ্দিন।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেলেন ওই কলেজের দর্শন বিভাগের অধ্যপক উপাধ্যক্ষ খান সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ -২ শাখার ৩৭.০০.০০০০.০৯০.১৯.০০৪.১৮.৩৫১ স্মারকে পদায়ন করা হয়।

এর আগে গত (১৯ অক্টোবর) কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম পিআরএল এ গেলে উপাধ্যক্ষ খান সাহাবুদ্দিন অধ্যক্ষর দায়িত্ব গ্রহন
করেন। আজ থেকে তিনি পূর্ণাঙ্গ অধ্যক্ষর দায়িত্ব পেলেন।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের দায়িত্ব পাওয়া খান সাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ! মঙ্গলবার
(১৪ নভেম্বর) তারিখে শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে আমাকে দক্ষিন বঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ জানাচ্ছি, শিক্ষামন্ত্রি ও সচিব মহোদয়কে। সকলের নিকট দোয়া প্রার্থী যেন আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করতে পারি। আল্লাহ সহায় হোন আমিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *