November 21, 2024, 3:57 pm
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউপির মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসভবন সহ ক্লাস ভবনে ফাটল,ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা।
সরোজমিনে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে মারাত্মক ফাটল। কিন্তু এরমধ্যেই ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ভবনের ছাদ থেকে ঝরে চুন-সুড়কি,পুরাতন সিলিং, কাঁচ বিহীন জানালাসহ রয়েছে শিক্ষার্থীদের ওয়াশরুমের সংকট।
বিদ্যালয়টি হওয়ার প্রায় ২৫ বছর পাড় করলেও এখানে এখনো নতুন ভবন নির্মাণ হয়নি।কিন্তু বর্তমানে নানা সমস্যায় জর্জরিত হয়ে বেহাল অবস্থায় আছে ভবনটি এরমধ্যেই চলছে পাঠদান।
সরেজমিনে গিয়ে আরও দেখা যায়, ভবনের প্লাস্টার বিভিন্ন জায়গা থেকে উঠে গেছে।ভিম গুলোর ফাটল থেকে রড় বেড়িয়ে এসেছে।
স্কুলের প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন,দীর্ঘদিনের পুরাতন ভবন,যার বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। যেকোন সময় বড় দূর্ঘটনা ঘটে যেতে পারে। তাছাড়া ক্লাসরুম ও ওয়াশরুমের অবস্থা পরিবেশবান্ধব নয়। যা শিক্ষার্থীদের জন্য অস্বাস্থ্যকর এবং ব্যবহারের অনুপযোগী।এই ভবন থেকে শুরু করে আমাদের ক্লাস রুমের সংস্কার দরকার। শিক্ষার্থীদের টয়লেটগুলো গন্ধ ছড়িয়ে যায় ক্লাস রুমে। ভবনটি সংস্কারের জোড়ালো দাবি জানাচ্ছি।
দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনটির পুনর্নির্মাণ অথবা সংস্কার করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান এলাকার অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।