জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নিমার্ণ ও আর্থ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, সাব-রেজিস্ট্রার (অ.দা:) মনসুর আলী, ওসি সুব্রত কুমার সরকার, দলীল লেখক সমিতির সম্পাদক মশফিকুর রহমান, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী প্রকল্পগুলো হচ্ছে, বিরামপুর সাব রেজিস্ট্রি অফিস ভবণ, হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিয়ার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিরামপুর রেল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Leave a Reply