পঞ্চগড়ে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
একটি ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। তার নাম সাইদুল ইসলাম (৩২)। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামিকে খালাস দেন ওই আদালত।মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক বি এম তারিকুল কবির এই রায় দেন।

আদালতে মামলার সূত্রে জানা যায়, ওই সাইদুল ইসলাম ২০১৩ সালে তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের এ্যাকুয়া ব্রিডার্স নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে রাজমিস্ত্রির কাজ করতে আসে। কাজের ফাঁকে প্রতিষ্ঠানটির পাশের বাড়ির এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

একপর্যায়ে শালবাহান ইউনিয়নের ডাকবদলী গ্রামের জাহেদুল ইসলাম ও তার স্ত্রী পারভীনা বেগমের সহযোগিতায় তাদের বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে সাইদুল। পরে বিয়ের প্রলোভনে তাকে একাধিকবার ধর্ষণ করেন। এরই মধ্যে তরুণী অন্তঃসত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়।

পরবর্তীতে ২০১৩ সালের ২৩ আগস্ট তরুণীর বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় সাইদুল ইসলাম, জাহেদুল ইসলাম ও তার স্ত্রী পারভীন বেগমের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত সাপেক্ষে পুলিশ আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলার রায় ঘোষণা করা হয়। এদিকে ওই মামলার রায়ে আসামী জাহেদুল ইসলাম ও তার স্ত্রী পারভীনা বেগমকে বেকুসুর খালাস প্রদান করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *