December 23, 2024, 1:46 am
মোংলা প্রতিনিধি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, কোন অন্যায়-অপকর্ম করিনি, আর কেউকে এসব করার প্রশয়ও দিইনি। তাই প্রধানমন্ত্রী আমাকে আবারও নৌকার মনোনয়ন দিবেন। জনগণ ভোট দিয়ে তাকে আবার সংসদ সদস্য নির্বাচিত করবেন। বিগত দিনে এই মোংলা-রামপালে দায়িত্ব পালনকালে মোংলা বন্দর, ইপিজেড ও এ এলাকার রাস্তাঘাটসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছি। উন্নয়ন কর্মকাণ্ডের বেড়েছে কর্মসংস্থানও।
আগামী ১৩ নভেম্বর খুলনায় অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগ দিতে সকলকে আহবান জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোংলা বন্দর, পদ্মা সেতুসহ দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন করেছেন তা কোন সরকারের আমলে হয়নি। প্রধানমন্ত্রীকে চতুর্থবারের মতো আবারও নির্বাচিত করে উন্নয়নের সেই প্রতিদান দিতে হবে।
মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রমেদ্র নাথ কির্তনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন, সুন্দরবন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি মেম্বর খাঁন আহাদুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সমাবেশে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি মেম্বর খাঁন আহাদুজ্জামানের নেতৃত্ব কয়েক হাজার নারী-পুরুষ কর্মীরা মিছিল নিয়ে এলে উপমন্ত্রী হাবিবুন নাহার তাকে স্বাগত জানান।