খাগড়াছড়িতে গুণীজনদের সংবর্ধনা প্রদান করেছে মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার এই পক্ষ থেকে বই পড়া কর্মসূচি ২০২৩ খ্রী উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও জেলার সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে ।

বৃহস্পতিবার (০৯ নবেম্বর ) সকাল ১১টার সময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমার সভাপতিত্বে ও নাট্যকার নুরুল ইসলাম টুকুর সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মুসলেম উদ্দিন।এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন ।

এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উথৈসিং,মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার এর উপদেষ্টা নুরুল আবছার চৌধুরী শামিম, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান, শফিকুল ইসলাম, মোঃ ছফর আলী,,সামাজিক সংগঠন বিডিক্লিন চট্টগ্রাম বিভাগের সমণ্বয়কারী শাহাদাত হোসেন কায়েস।এই সময় উপস্থিত ছিলেন সংগঠন এর সদস্যবৃন্দ,সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সময় বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী আন্দোলনে বাঙালি তরুণরা ইংরেজ প্রশাসনকে সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত রেখেছে। অসংখ্য বাঙালি তরুণ মৃত্যুভয়কে তুচ্ছ করে সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। ব্রিটিশ শাসকদের বিতাড়নের জন্য অনেক প্রাণ বিসর্জন দিতে হয়েছিল এ দেশকে। মাস্টারদা সূর্যসেন ছিলেন এমন হাজারও বীর সেনার মধ্যে অন্যতম। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে পথ দেখিয়েছিলেন সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের সাহসী যোদ্ধারা, ইতিহাসে তা ছিল একটি বিরল ঘটনা।

এই সময় বক্তারা আরও বলেন,খাগড়াছড়িতে মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার এর প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন ও তার টিম এই বিপ্লবী নেতার নামে লাইব্রেরী করে একটি মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন।এই সময় বক্তারা এই সংগঠন এর সাফল্য কামনা করেন।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *